Image description

বিদ্যমান পরিস্থিতিতে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য থাকলেও তা যেন মতবিরোধে না গড়ায় সেই আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেছেন, 'আমাদের মধ্যে মতানৈক্য থাকবে, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়। সবগুলো দল ভিন্ন ভিন্ন। তাদের দৃষ্টিভঙ্গিতেও মতপার্থক্য থাকবে এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সঙ্গে দেখি।'

১৫ দিনের বিদেশ সফর শেষে আজ মঙ্গলবার ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এ কথা বলেন শফিকুর রহমান।

জুলাই সনদ, অর্থাৎ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

এর ভেতরেই জামায়াত আমিরের এই বক্তব্য এলো।

বিমানবন্দরে একইসঙ্গে ত্রয়োদশ সংসদ নির্বাচনে তার দলের 'চূড়ান্ত' প্রার্থী তালিকা 'যথাসময়ে' ঘোষণা করা হবে বলেও জানান জামায়াত আমির।

এ বিষয়ে তিনি বলেন, 'বিএনপি চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। আমি দেখেছি, ২৩৭টা আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন। আবার প্রশ্নোত্তরে বলেছেন, এটি চূড়ান্ত নয়। এর মধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু এক বছর আগেই প্রায় বিভিন্নভাবে, আঞ্চলিকভাবে এই তালিকাটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময়মতো কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব ইনশাআল্লাহ।'

তিনি আরও বলেন, 'যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব দেশ ও জাতির স্বার্থে, সেহেতু সবদিক বিবেচনা করেই যথাসময়ে ইনশাআল্লাহ প্রার্থী ঘোষণা করব।'

চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতের সঙ্গে বিএনপির মতপার্থক্যের বিষয়গুলো এখন আরও স্পষ্ট হয়েছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্ক সফর শেষে দেশে ফেরা জামায়াত আমিরকে আজ বিমানবন্দরে অভ্যর্থনা জানান দলের কেন্দ্রীয় নেতারা। উপস্থিত ছিলেন দলের কর্মী-সমর্থকরাও।

সেখানে প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ দিতে আরও ১৫ দিন সময় বাড়ানোর আহ্বান জানান তিনি।