বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর ময়মনসিংহে কোথাও আনন্দ মিছিল আবার কোথাও মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহ-৩ গৌরীপুরে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরনের সমর্থকরা।
ওই আসনে বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে ইঞ্জিনিয়ার ইকবালের সমর্থকরা নিজবাড়ির কাছে আনন্দ মিছিল বের করেন।
বিক্ষোভ মিছিলের পরে এক সমাবেশে বক্তব্য দেন মনোনয়ন বঞ্চিত হিরণের স্ত্রী সাঈদা মাসরুরসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও হাজারো কর্মী-সমর্থক। বিক্ষোভকারীরা ঘোষণা দেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সড়ক ও রেলপথ অবরোধ করে দাবি করা হবে।
এ বিষয়ে গৌরীপুর পৌর বিএনপির সদস্যসচিব সুজিত চন্দ্র দাস জানান, মনোনয়ন পরিবর্তনের দাবিতে আগামীকাল সব ইউনিয়নের নারী-পুরুষদের সঙ্গে নিয়ে বিক্ষোভ করা হবে। তারপরও পরিবর্তন না হলে হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করা হবে।