ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে মনোনয়নবঞ্চিতদের কর্মী-সমর্থকরা। এ সময় সড়ক, রেলপথ অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-৪ আসনে (সীতাকুণ্ড, পাহাড়তলী, আকবরশাহ আংশিক) দলীয় মনোনয়ন না পেয়ে সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
একইসময়ে রেলপথের ভাটিয়ারী, কুমিরা, সীতাকুণ্ড পৌরসভা ও বাঁশবাড়িয়া এলাকায়ও আগুন দেয় বিক্ষুব্ধ কর্মীরা। ফলে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক আমার দেশকে বলেন, রেললাইনের অন্তত সাত–আটটি স্থানে আগুন দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সীতাকুণ্ড স্টেশন মাস্টার আতিকুর রহমান জানান, চট্টলা এক্সপ্রেস ও নাসিরাবাদ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকে আছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।
সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান আমার দেশকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
মাদারীপুর প্রতিনিধি : বিএনপির মনোনয়ন না পেয়ে ক্ষুদ্ধ মাদারীপুর-১ আসনে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর কর্মী-সমর্থকরা। প্রতিবাদে সোমবার রাতে ঢাকা-ভাঙ্গী এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে তারা এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া-৩ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল রাত ৯টার দিকে শহরের মজমপুর গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে অবস্থান নেন সোহরাব সমর্থকরা। এ সময় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
এ ব্যাপারে আমার দেশের পক্ষ থেকে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির মনোনয়ন পাওয়া আমজাদ হোসেনের নাম বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন সমর্থিত নেতাকর্মীরা। গতকাল সোমবার রাত ৮টার দিকে গাংনী শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে বাসস্ট্যান্ড চত্বরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা-৬ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন মনোনয়ন বঞ্চিত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অগ্নিসংযোগ করেছে তার সমর্থকরা। গতকাল সোমবার রাতে মহাসড়কের আলেখারচর বিশ্বরোড এলাকায় এ অগ্নিসংযোগ করা হয়। এসময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে।
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি : বিএনপি নেতা ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদকে চাঁদপুর-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন। এর প্রতিবাদে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। গতকাল সোমবার রাতে সড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে তারা।
মাগুরা প্রতিনিধি : মাগুরা-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। গতকাল রাতে আড়পাড়া বাজারে মাগুরা-যশোর মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।
এছাড়া ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সমর্থক মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি তাইজেল মোল্লাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে নিতাই রায় চৌধুরীর সমর্থকরা। এ সময় চার-পাঁচটি বাড়িঘরে ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। নিতাই রায়ের সমর্থকরা স্থানীয় সাংবাদিকদের সংবাদ প্রচার থেকে বিরত থাকার হুমকি দেন।