জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা দল নিজেদেরকে দেশের মালিক ভাবা শুরু করেছিল। মনে রাখতে হবে, বাংলাদেশ কারো বাবার দেশ নয়, এই বাংলাদেশ ১৮ কোটি মানুষের। এই দেশ কীভাবে চলবে তা ঠিক করবে জনগণ।
তিনি বলেন, আমাদের প্রিয় জন্মভূমি ৫৬ হাজার বর্গমাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করার লড়াই করছি। যতদিন আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম না হবে ততদিন আমাদের লড়াই চলতেই থাকবে ইনশাআল্লাহ। বিগত ফ্যাসিবাদী সরকার আমাদের অসংখ্য ভাইকে ক্রসফায়ার দিয়েছে। লাখ লাখ ভাই-বোনদেরকে কারাগারে বছরের পর বছর বন্দি করে রেখেছে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে লক্ষ্মীপুর ফোরাম আয়োজিত লক্ষ্মীপুর-৪- আসনের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, জাতীয় পার্টি হাসিনার অতিরিক্ত দালালি করার কারণে তারা নিজেরাই রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গেছে। আরেকটি দল ক্ষমতায় থাকার সময় দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। তারা স্বৈরাচারী সরকারের পতনের পর বিগত ১৫ মাসে আগের দুর্নীতি চাঁদাবাজির ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। এ কারণেই আমরা সৎ লোকের শাসন চাই। জনগণ মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ নীরব বিপ্লবে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জনগণের ভালোবাসা ও দোয়ায় আগামী দিনে এই দেশের জনগণের দায়িত্ব পালন করার মতো পর্যায়ের আস্থা তৈরি করতে পেরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডা. আনোয়ারুল আজিমের সভাপতিত্বে এবং ব্যাংকার মাহমুদুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।