Image description

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রত্যেক বিভাগের ১ম,২য় ও ৩য় প্লেসধারী শিক্ষার্থীদের মেরিট অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে হাবিপ্রবি শাখা ছাত্রশিবির। 

সোমবার (৩রা নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক এ বিষয়ে একটি ফেসবুক পোস্ট করেন। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আগামীকাল হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে "মেরিট অ্যাওয়ার্ড-২০২৫" বিশ্ববিদ্যালয়ের ১৯ ও ২০তম ব্যাচের প্রত্যেক ডিপার্টমেন্টের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে ইনশাআল্লাহ। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুহতারাম কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ভাই।

মেরিট অ্যাওয়ার্ডের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক বলেন, ছাত্রশিবির একটি শিক্ষার্থীবান্ধব ছাত্র সংগঠন। মেধাবীদের সংবর্ধনা আমাদের একটি নিয়মিত কর্মসূচি, যার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক শিক্ষার মনোভাব জাগ্রত করার চেষ্টা করে থাকি। যার প্রেক্ষিতেই আমাদের এই মেরিট অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা।