Image description
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে।

 

এরমধ্যে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে দুইজন হেভিওয়েট প্রার্থী থাকায় ওই আসনে চূড়ান্ত প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব।

ঘোষিত প্রার্থীদের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন-বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

 

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

 

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান।

বরিশাল-৫ (মহানগর ও সদর উপজেলা) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান।