Image description
 

চলতি নভেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আজ রোববার (২ নভেম্বর)। আগামী এক মাসের জন্য নতুন দর ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকোর নভেম্বর (২০২৫) মাসের ঘোষিত সৌদি সিপি অনুযায়ী দেশীয় বাজারে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের ঘোষণা আসবে রোববার বিকাল ৩টায়।

 

এর আগে সর্বশেষ গত ৭ অক্টোবর এলপিজির দাম সমন্বয় করা হয়। তখন ১২ কেজির সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে রোববার ঘোষণা করা হবে অটোগ্যাসের নতুন দরও। গতবারের সমন্বয়ে ৭ অক্টোবর, অটোগ্যাসের দাম লিটারে ১ টাকা ৩৮ পয়সা কমে মূসকসহ ৫৬ টাকা ৭৭ পয়সায় নির্ধারিত হয়েছিল।

২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম মোট ১১ বার পরিবর্তিত হয় এর মধ্যে ৭ দফায় বেড়েছে, ৪ দফায় কমেছে। দাম বেড়েছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে; আর কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। গত ডিসেম্বরে দাম ছিল অপরিবর্তিত।