শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনী মেধা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার উদ্যোগে আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইসমাইল আল-জাজারি রোবোটিক্স ফেস্ট–২০২৫’।
আয়োজকরা জানিয়েছেন, রাজধানীর মিরপুর–১ নম্বরের ৮ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতাটি দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আগ্রহীরা ৫ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র।
তারা আরও জানান, ফেস্টে থাকবে চারটি প্রতিযোগিতামূলক বিভাগ— লাইন ফলোয়িং রেস (এলএফআর), রোবো সকার, মিনি সকার এবং প্রজেক্ট শোকেস। প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতার সমন্বয়ে আয়োজিত এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে চতুর্থ শিল্পবিপ্লবের যুগোপযোগী দক্ষতায় উদ্বুদ্ধ করাই এর উদ্দেশ্য।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগর উত্তর জামায়াতের আমীর সেলিম উদ্দিন; সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম; ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান এবং ডাকসুর ভিপি ও শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
এ প্রসঙ্গে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি রেজউল করিম বলেন, ইসমাইল আল-জাজারি রোবোটিক্স ফেস্ট–২০২৫-এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বিকাশের পাশাপাশি তাদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।
তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে রোবোটিক্স শিক্ষা তরুণ প্রজন্মকে সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, এই ফেস্ট শিক্ষার্থীদের নতুন ভাবনা ও গবেষণার অনুপ্রেরণা দিক।