 
              নাশকতার পরিকল্পনায় রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি মিডিয়া তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শেরেবাংলা নগর থানা থেকে ১৮ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ১৩ জন, খিলক্ষেত থানা ৪ জন, উত্তরা থানা ২ জন, বাড্ডা থানা ৩ জন, বনানী থানা ৩ জন ও তেজগাঁও থানা থেকে ৩ জন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আওয়ামী লীগের সক্রিয় সদস্য আনিসুজ্জামান রনি (৩১), মো. মুন্না মিয়া (২৬), মো. জাকির হোসেন খান (২২) ও মো. কামরুজ্জামান (২৫), ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিনুল হাসান সোহান (২৯), ছাত্রলীগের সদস্য মো. রকিবুল হাসান (৩৪), ইয়াসিন আরাফাত শুভ (২০), তাসরীপ হোসেন (২১) ও মো. খালেদ বিন কাওসার (২৮), কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাঁধন (৩২), সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন (৩৩), কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম (২৫), ছাত্রলীগের কর্মী সাইফুল ইসলাম সাইফ (৩১), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. মোস্তাফিজুর রহমান জনি (৩৭) ও মো. শেখ রাশেদুজ্জামান (৩৫), যুবলীগ কর্মী মোহাম্মদ মামুন শেখ পরশ (৩২), স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী মামুন সেখ (৪০) ও মোহাম্মদ রাজু (৩০), যুবলীগের সক্রিয় কর্মী শফিউল আলম (৩৫)।
এ ছাড়া আওয়ামী লীগের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম সুনু (৪০), যুবলীগের সক্রিয় কর্মী মোহাম্মদ কুদ্দুস সরদার (৩২), ছাত্রলীগের কর্মী মিঠুন দেবনাথ (৩৪), বগুড়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. বজলুর রহমান বাধন (৩০), নোয়াখালী পৌর ১ যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুর আলম সিদ্দিক (৪১), বরগুনা সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ দোলন (২৩), আওয়ামী লীগের কর্মী মো. রবিউল আওয়াল (২৫), জয় কৃষ্ণপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মিঠু দেবনাথ (৩০), সিলেট জেলা ছাত্রলীগের সদস্য আশরাফ আল কবির চৌধুরী (২৭), ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য দেব যুথি দে নব (২৩), বাউরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন ফরহাদ (২১), আওয়ামী লীগের কর্মী মো. আলমগীর হোসেন জনি (৩০), বিশ্বজিৎ সাহা (৩০), মো. মাহাফুজুর রহমান (৩০), মো. আ. শুকুর (৩৫), আবিদুর রহমান (২০), মো. সাব্বির (১৯), মো. ইমন হোসেন (১৯), ফাতিনুর শিমুল (১৯), মো. আরিফুল ইসলাম (১৯), শ্রীকান্ত কর্মকার (২০), জিয়াদ মাহমুদ (২১), মো. জিয়াদ (২০), মো. আসলাম (২১), মো. রিফাত ইসলাম (১৯), মো. মিল্লাত বাবু (১৮) ও মো. স্বপন মিয়া (২২)।
খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭:৩৭ ঘটিকায় খিলক্ষেত থানাধীন ৩০০ ফিটস্থ পুরাতন মস্তুল চেকপোস্টের সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে মিছিল করার জন্য নেতাকর্মী জড়ো হওয়ার সংবাদ পায় খিলক্ষেত থানা পুলিশ। সংবাদের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল হতে মিছিল করার ব্যানারসহ হাতে নাতে আনিসুজ্জামান রনি, মুন্না মিয়া, জাকির হোসেন ও কামরুজ্জামানকে গ্রেপ্তার করে।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭:৩০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানা এলাকায় উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আকাশ টাওয়ারের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক মিছিল পূর্ব প্রস্তুতিকালে ব্যানারসহ মোমিনুল হাসান ও রকিবুল হাসানকে হাতে নাতে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭ ঘটিকায় বাড্ডা থানাধীন প্রগতি সরণি মেইন রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ইয়াসিন আরাফাত, তাসরীপ হোসেন ও মো. খালেদ বিন কাওসারকে হাতেনাতে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
সিটিটিসি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সিটিটিসির একটি টিম ডিএমপির বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যদের সরকারবিরোধী ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে রফিকুল ইসলাম, সুমন হোসেন, মেজবাউল ইসলাম, সাইফুল ইসলাম, জনি, রাশেদুজ্জামান, পরশ্, মামুন, রাজু, শফিউল আলম, কুদ্দুস সরদার, মিঠুন দেবনাথসহ মোট ১৩ জন নেতা ও কর্মীকে গ্রেপ্তার করে।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬:৪০ ঘটিকায় শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ৯০/১০০ জন সদস্য অবৈধ মিছিলে অংশগ্রহণকারী বজলুর রহমান, নুর আলম সিদ্দিক, মহিউদ্দিন আহমেদ দোলনসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।
বনানী থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১:২০ ঘটিকায় বনানী ঢাকা গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী জিয়াদ মাহমুদ মো. জিয়াদ ও মো. আসলামকে গ্রেপ্তার করে।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০:৩০ ঘটিকায় তেজগাঁও থানাধীন বিজয় সরণি এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জটিকা মিছিল প্রাক্কালে মো. রিফাত ইসলাম, মো. মিল্লাত বাবু ও মো. স্বপন মিয়া গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৪৬ জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
       
                 
                
 
                                                  
                                                  
                                                  
                                                  
                                                 