Image description

যারা বলে বিএনপি যা বলে আমরা তা চাই তাদের চেয়ে ব্যাক্কল ও আহাম্মক আর আছে? -এমন প্রশ্ন করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বুলিংয়ের শিকার উল্লেখ করে বুলিংকারীদের বিদ্রুপ করে তিনি উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের উদ্দেশ্যে এপ্রশ্ন রাখেন।

নুরুল হক বলেন, আমরা দীর্ঘদিন লাঞ্চিত হয়েছি, মার খেয়েছি, নির্যাতিত হয়েছি। আজকে আমাদেরকে যদি সোশ্যাল মিডিয়াতে বুলিং করে বা সাইবার হারাসমেন্ট করে বলে আমরা সংস্কারের পক্ষের লোক না। আমরা সংস্কার চাই না। আমরা বিএনপি যেটা চায় ও বলে সেটা চাই। যারা এসব বলে এদের চেয়ে ব্যাক্কল, আহাম্মক ও অকৃতজ্ঞ আর কোথাও আছে?

তার বিরুদ্ধে শুধুমাত্র একটি শ্রেণী এই কালেকটিভ ক্যাম্পেইন করছে বলে জানিয়েছেন তিনি।

এছাড়াও গণভোট ও নির্বাচন বিতর্ক নিয়ে তিনি বলেন, আমরা এখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারিতে না হলেও জানুয়ারিতেই নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দিকনির্দেশনা দেবেন—এটাই আমাদের প্রত্যাশা। তবে কিছু মহল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জনগণকে বিভ্রান্ত করছে। তারা নির্বাচনের আগে গণভোটের কথা বলে অনিশ্চয়তা তৈরি করতে চায়। এটা কেবল ব্যক্তিগত স্বার্থের খেলা।

এসময় বিএনপির কিছু নেতাকর্মীর আচরণের সমালোচনা করে নূর বলেন, যদি আমাদের মতো মিত্র দলগুলোর সমাবেশে বাধা দেওয়া হয়, নেতাদের অবরুদ্ধ করা হয়, তাহলে এটি বিএনপির জন্য আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক বার্তা পাঠাবে। আমরা চাই বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দল নিজেদের সহনশীলতা বজায় রাখুক।

জেএসডি সিনিয়র সহ সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর, সাইফুল হক প্রমুখ।