 
              রাজধানীর উত্তরায় হেলমেট না পরায় মোটরসাইকেলকে থামানোর (সিগন্যাল) কারণে ট্রাফিক পুলিশ সার্জেন্টকে "৫ আগস্টে পুলিশ মেরে ঝুলিয়ে রাখার" হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়ে ভ্রাম্যমাণ আদালত ওই দুজনকে জেল ও জরিমানা করেছেন।
বুধবার (২৯ অক্টোবর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টার এলাকায় এই ঘটনা ঘটে। সাজাপ্রাপ্তরা হলেন সাদিকুর রহমান (চালক) এবং মো. আব্দুর রহিম (আরোহী), দুজনেই রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকার বাসিন্দা।
ডিএমপির ট্রাফিক পুলিশের উত্তরা পূর্ব জোনের সহকারী কমিশনার (এসি) মো. মাহবুবুর রহমান বুধবার রাতে গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেন।
এসি মো. মাহবুবুর রহমান জানান, বুধবার সকালে ট্রাফিক সার্জেন্ট আলী ওই এলাকায় যানজট নিরসনের ডিউটি করছিলেন। সকাল ৯টার দিকে হেলমেট না পরায় তিনি একটি মোটরসাইকেলকে সিগন্যাল দেন এবং আইন অনুযায়ী প্রসিকিউশন দাখিল (মামলা) করেন।
মামলা করার সঙ্গে সঙ্গেই মোটরসাইকেলচালক সাদিকুর রহমান ও আরোহী মো. আব্দুর রহিম সার্জেন্ট আলীকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং হুমকি দেন। তারা সার্জেন্টকে সরাসরি হুমকি দিয়ে বলেন: “৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি। এখন দেখছি আবার আপনাদের মেরে ঝুলিয়ে রাখতে হবে।”
সার্জেন্ট আলী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে উত্তরা পশ্চিম থানা-পুলিশের একটি টহল টিম তাদের তাৎক্ষণিকভাবে আটক করে। এরপর চালক ও আরোহীকে ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
আদালত চালক সাদিকুর রহমানকে এক মাসের জেল এবং আরোহী মো. আব্দুর রহিমকে ৫০০ টাকা জরিমানা করেন।
 
       
                 
                
 
                                                  
                                                  
                                                  
                                                  
                                                 