বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশমালা দিয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা নিঃসন্দেহে জাতিকে বিভক্ত করার ফরমায়েশ। প্রয়োজনে এ ব্যাপারে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করব।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় বিএনপির স্থায়ী কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সময় ফখরুল বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা যে জুলাই সনদের স্বাক্ষর করেছিলাম। সেখানে স্পষ্টত কিছু বিষয়ে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল। অথচ সুপারিশমালায় সেগুলো বাদ দেয়া হয়েছে। এটা এক ধরনের প্রতারণা। তাছাড়া অনেক এজেন্ডা সুপারিশ মেলায় নতুন করে যোগ করা হয়েছে। যেগুলো আলোচনার টেবিলে ছিল না।
বিএনপি'র মহাসচিব বলেন, কথা ছিল আগামী নির্বাচিত সরকার জাতীয় সংসদ জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং তার আইনি ভিত্তি দেবে। অথচ সুপারিশমালায় জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ নামে একটি টার্ম যোগ করা হয়েছে। এটা অনভিপ্রেত ও উদ্দেশ্যমূলক।
ফখরুল বলেন, বিএনপি বিশ্বাস করে প্রধান উপদেষ্টার ঘোষিত আগামী ফেব্রুয়ারীর প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে কোন ধোঁয়াশা নেই।
গণভোটের ব্যাপারে মির্জা ফখরুল জানান, জাতীয় সংসদ নির্বাচনের দিন একইসঙ্গে গণভোট অনুষ্ঠিত হতে হবে। তার আগে গণভোট অনুষ্ঠিত হওয়ার কোন সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।
শীর্ষনিউজ