ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক উচ্ছেদ অভিযান নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এরইমধ্যে ডাকসু মিফতাহুল আল মারুফ দাবি করেছেন ক্যাম্পাস সংলগ্ন এলাকা থেকে এক বাম নারী নেত্রী গাঁজা বিক্রি করেন। এ নিয়ে তিনি নিজের ফেসবুকে একটি গল্প তুলে ধরেছেন।
মিফতাহুল বলেন, আমরা তখন ফাস্ট ইয়ার, আমাদের এক ব্যাচমেট বন্ধু নতুন নতুন গাঁজা খাওয়া শিখছে, তো একদিন তার পকেটে নাই কিন্তু নেশা তার করতেই হবে অবস্থা।
ডাকসুর এই সদস্য বলেন, আমি দূর থেকে দাড়িয়ে দেখছিলাম, এরপরে ঘটে মোস্ট ইন্টারেস্টিং ঘটনা। আমার সেই বন্ধুর ডিপার্টমেন্টের সিনিয়র একজন বাম সংগঠনের নেত্রী সরাসরি এসে গাঁজা নিয়ে যায় কোন টাকা দেয়া ছাড়া। বন্ধুর আমার মেজাজ গরম, সে গিয়ে মাদক বিক্রেতাকে ধরে ফেলে।
নাম উল্লেখ না করে মিফতাহুল বলেন, সে বলতেছে এরে ক্যাম্পাসে মাদক বিক্রির জন্য পুলিশে দিব, প্রক্টরিয়াল টিমের কাছে দিব , এরকম আলাপের সাথে এটাও বলতেছে আমি একদিনের জন্য বাকি চাইলাম আমারে দিল না, আর *** আপু আসার সাথে সাথে বের করে দিল টাকাও চাইল না। বেচারা মাদক বিক্রেতা তখন ভয় পেয়ে বলল, ভাই, আসলে এই দোকানটার মালিক *** আপু নিজেই । আমি তো তার বেতনভুক্ত কর্মচারী মাত্র।