জামায়াত বেহেশতের টিকিট বিক্রি করছে’—এই ধরনের বক্তব্যকে সম্পূর্ণ অসত্য ও অপপ্রচার বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ বুধবার (২৯ অক্টোবর) তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই দাবি করেন।
ফেসবুক পোস্টে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত বেহেশতের টিকিট বিক্রি করছে'—এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অসত্য এবং অপপ্রচার। তিনি আরও উল্লেখ করেন যে, এমন কোনো বক্তব্যের ভিডিও বা অডিও প্রমাণ কোথাও নেই।
তবে তিনি দাবি করেন যে, বরং 'ধানের শীষে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে'—এই কথা প্রচার করার বহু প্রমাণ আছে।