নওগাঁ শহরের বোয়ালিয়া এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী উঠান বৈঠকে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এসময় ফেসবুকে ঘটনার লাইভ সম্প্রচার করেন সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এ্যাড. আসম সায়েম।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে স্থানীয় বোয়ালিয়া মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ বিকেলে নারী উঠান বৈঠকে ওই এলাকার বসবাসকারী নারীরা জড়ো হোন। বৈঠকের কিছু আগেই সেখানে হাজির হন এমপি প্রার্থী এ্যাড. আসম সায়েম। এসময় সাব্বির পাপ্পু নামে এক যুবক এসে নারীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং বৈঠক পন্ড করার চেষ্টা করেন। একপর্যায়ে হামলাও চালান। এসময় ফেসবুক লাইভে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চান জামায়াত প্রার্থী সায়েম।
ঘটনার বিষয়ে নওগাঁ সদর থানা জামায়াতের আমীর অ্যাডভোকেট আব্দুর রহিম জানান, ঘটনাটি খুবই উদ্বেগের। মূলত বৈঠক পন্ড করতেই ওই যুবক হামলা চালায়। এ বিষয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হচ্ছে।
সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, জামায়াত নেতাদের ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তবে সেই টিম এখনও ফিরে আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।