রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আমির (২৩) ও মঞ্জয় (২২) নামে দুই বন্ধু আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে তিন রাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ১১টার দিকে তাদের আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমিরের ঘাড়ে, বুকে পিঠেসহ শরীরের একাধিক জায়গায় ক্ষত হয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা। মঞ্জয়কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত মঞ্জয় জানান, রাত সাড়ে আটটার দিকে তিনি ও তার বন্ধু মোহাম্মদপুর তিন রাস্তার বৃদ্ধিজীবী সড়ক দিয়ে ধানমন্ডির দিকে যাচ্ছিলেন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তিন ছিনতাইকারী তাদের কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা বাঁধা দিলে ছিনতাইকারীরা এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এতে আমির ও তার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়।
মঞ্জয় বলেন, “ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আমির বেশি জখম হয়েছে। পরে পথচারীরা আমাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।”
মঞ্জয় একটি মেডিসিন ডিস্টিবিউটার কোম্পানির ডেলিভারিম্যান হিসাবে কাজ করেন। আমির একটি কাপড়ের দোকানের বিক্রয় প্রতিনিধি হিসাবে কাজ করেন।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী রফিক আহমেদ বলেন, “আমরা এখনও এ ধরনের কোনও অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”