Image description

আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর সমন্বয় কমিটি থেকে পদত্যাগ করেছেন কমিটির সদস্য পরিমল চন্দ্র ওঁরাও। গত সোমবার রাতে রাজশাহীর প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীর কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

 

পরিমল চন্দ্র এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির সদস্য ছিলেন। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে রাজশাহীতে বসবাস করছিলেন। তিনি বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সদস্য।

বর্তমানে পরিমল নিজ এলাকা নওগাঁয় ফিরে রাজনৈতিক কার্যক্রম শুরু করতে চান বলে জানিয়েছেন। তিনি আমার দেশকে বলেন, আমি নওগাঁয় গিয়ে আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। সে জন্য আমার নিজের আসনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হব। তাই এনসিপি থেকে পদত্যাগ করেছি।

তবে পদত্যাগপত্রে পরিমল চন্দ্র উল্লেখ করেন, সম্প্রতি ব্যক্তিগত জীবনে নতুন কিছু দায়িত্ব ও উদ্যোগ গ্রহণ করেছি। এসব কাজে সম্পূর্ণ মনোযোগ দিতে হচ্ছে। ফলে দলের দায়িত্ব পালন আগের মতো সম্ভব হচ্ছে না। এটি দলের প্রতি অন্যায় হবে বলে মনে করছি।

এ বিষয়ে এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, পরিমল চন্দ্র ওঁরাওয়ের পদত্যাগপত্র আমরা পেয়েছি। বিষয়টি নিয়ম অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে।