Image description

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। গত রোববার রাতেই টাঙ্গাইল সদর থানায় এ জিডি করেছেন। 

এতে তিনি উল্লেখ করেন, 'গত রোববার রাত তিনটার দিকে শহরের আকুর টাকুর পাড়ায় আমার নিজ বাসায় অবস্থানকালীন সময়ে আমার হোয়াইটসঅ্যাপে একটি অডিও বার্তা আসে। সেখানে অজ্ঞাতনামা দৈনিক বাংলা সময়ের পরিচয়ধারী একজন সাংবাদিক টাঙ্গাইলে জসিম হত্যার কথিত বাদীকে উদ্দেশ্যমূলকভাবে জিজ্ঞাসাবাদ করে মিথ্যা তথ্য দিয়ে বানানো অডিও রেকর্ড ছড়ানো হয়েছে। এতে সামাজিক ও রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহলের ষড়যন্ত্র ও যোগসাজশ রয়েছে।' 

 
 

বিষয়টি ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে নিয়মিত মামলা করা হবে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ্য করেন সুলতান সালাউদ্দিন টুকু। 

স্থানীয় নেতাকর্মীরা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল-৫ সদর আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হয়ে মাঠে কাজ করছেন। তাকে টার্গেট করে অপপ্রচারের অংশ হিসেবে দলের মধ্যেই ঘাপটি মেরে থাকা একটি মহল এর মধ্যে জেলার প্রভাবশালী হিসেবে পরিচিত দু'জন কেন্দ্রীয় নেতাও রয়েছেন। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও যোগসাজশে সুলতান সালাহউদ্দিনকে নিয়ে একটি ফেক অডিও তৈরি করে। সেখানে অজ্ঞাত এক নারীকে হত্যা মামলার বাদী সাজিয়ে সুলতান সালাউদ্দিন টুকুকে জড়িয়ে ওই নারীর শেখানো বক্তব্য রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। 

এর মাধ্যমে টুকুর রাজনৈতিক পথচলাকে ধীরগতি করার ষড়যন্ত্র করা হয় বলেও নেতাকর্মীরা জানান। তবে রাতেই সংবাদ পেয়ে তিনি এবং ওই অডিওতে একজন সাংবাদিককে জড়িয়ে অপতথ্য ছড়ানোয় তারা উভয়ে থানায় জিডি করেন।