Image description

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতিতে নয়া সমীকরণে যাচ্ছে দেশের বামপন্থি দলগুলো। দীর্ঘদিনের বিভক্ত রাজনীতির পর এবার প্রগতিশীল ধারার এসব দল চাচ্ছে নিজেদের মাঝে নির্বাচনী জোট গঠন করতে। সম্ভাব্য জোট নভেম্বরের মধ্যেই চূড়ান্ত রূপরেখা ঘোষাণা করতে পারে বলে দলগুলোর সূত্রে জানা গেছে।

এদিকে নির্বাচন কমিশনের পথনকশা অনুযায়ী ডিসেম্বর মাসে নির্বাচনি তফসিল এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। এই সময়সীমাকে মাথায় রেখে বাম রাজনৈতিক দলগুলো নিজেদের মাঝে বৃহত্তর ঐক্য গড়তে চায়।

বাম দলগুলোর সূত্র জানায়, সিপিবি-বাসদ নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের ৬ দল, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার ৭ দল, এর সঙ্গে গণফোরাম, বাংলাদেশ জাসদ ও ঐক্য ন্যাপ- এই দলগুলোকে একমঞ্চে আনতে নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে। পাশাপাশি গণতন্ত্র মঞ্চে থাকা বাম দলগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে নতুন এই জোটের উদ্যোক্তারা।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ বলেন, আমরা এখন দলীয় প্রার্থী চূড়ান্ত করছি। জোট গঠন হলে সমন্বিতভাবে নির্বাচনে অংশ নেব। ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, গণফোরাম, জাসদ, ঐক্য ন্যাপসহ প্রগতিশীল শক্তিগুলোর সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে। এর বাইরেও গণতন্ত্র মঞ্চে থাকা দলগুলোর সঙ্গেও প্রাথমিক কথাবার্তা হচ্ছে।

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক শীর্ষনিউজ ডটকমকে বলেন, যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বাম ঐক্যের সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের পারস্পরিক আগ্রহও আছে। এই ঐক্য কেবল নির্বাচনী নয়,আদর্শিক সমন্বয়েরও প্রতিফলন হবে বলে বিশ্বাস করি। এর বাইরে বামপন্থি প্রগতিশীল গণতান্ত্রিক ধারার যারা আছেন, তাদের সঙ্গেও আমরা কথাবার্তা বলব।

বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, আমরা চাই প্রগতিশীল, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তিগুলো এক মঞ্চে আসুক। যদি এটা সম্ভব হয়, তবে রাজনীতিতে এক নতুন ধারা তৈরি হবে। আশা করছি, নভেম্বরে বিষয়টি চূড়ান্ত হবে।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রাগিব আহসান বলেন, আমরা এমন একটি তৃতীয় ধারা তৈরি করতে চাই, যা কোন পুঁজিবাদী বা ধর্মভিত্তিক রাজনীতির ধারক নয়। আমরা হব গরিব ও শ্রমজীবী মানুষের রাজনৈতিক কণ্ঠস্বর।

বাম জোটের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বলেন, শুধু দলীয় রাজনীতিবিদ নয়, বরং প্রগতিশীল, সমাজে গ্রহণযোগ্য ও দলনিরপেক্ষ ব্যক্তিদেরও প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হতে পারে।

এদিকে, গণতন্ত্র মঞ্চ গত ৯ অক্টোবর ১২০ জন সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বাম ঐক্যের নেতারা বলছেন, যদি ঐক্য সম্পন্ন হয়, তবে এই প্রার্থীদের একটি অংশ বৃহত্তর জোটের ব্যানার একীভূতভাবে নির্বাচনে অংশ নিতে পারেন।