Image description

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের সদ্যঘোষিত জেলা কমিটি থেকে সভাপতি মো. আল আমিন সরদারসহ ৪৯ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগকারী নেতারা অভিযোগ করেছেন, কমিটি গঠনের সময় বিভাগীয় উপ-কমিটি স্বেচ্ছাচারিতা, পক্ষপাত ও স্বজনপ্রীতি করেছে।

রোববার (২৬ অক্টোবর) রাতে কমিটির ৪৯ জন সদস্য কেন্দ্রীয় কমিটির ই-মেইলে পৃথকভাবে পদত্যাগপত্র পাঠান। সোমবার (২৭ অক্টোবর) সাংবাদিকদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন সদ্য পদত্যাগ করা সভাপতি মো. আল আমিন সরদার।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬৩ সদস্যবিশিষ্ট গোপালগঞ্জ জেলা কমিটি ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। অভিযোগ করা হয়, কমিটি গঠনের ক্ষেত্রে দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষা বিবেচনা করা হয়নি। পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের বঞ্চিত করে কিছু বিতর্কিত ও ভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে আসা ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে, যা গণঅধিকার পরিষদের নীতি ও আদর্শের পরিপন্থি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি, কিন্তু যে কমিটিতে ন্যায্যতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন নেই, সেখানে কোনো দায়িত্ব পালন সম্ভব নয়। তাই আমরা সম্মিলিতভাবে পদত্যাগ করছি।’

 

এ বিষয়ে পদত্যাগকারী সভাপতি মো. আল আমিন সরদার বলেন, ‘নতুন জেলা কমিটিতে যুবলীগ ও এনসিপি নেতাদের পদ দেওয়া হয়েছে। অথচ নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। এতে নেতা-কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। বিভাগীয় উপ-কমিটির স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির কারণেই আমরা পদত্যাগ করেছি।’

গত শুক্রবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের ৬৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়।