বিমা দাবির টাকা না পেয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের প্রধান কার্যালয় ঘিরে রেখেছে বিক্ষুব্ধ গ্রাহকরা। এ ঘটনায় সিইও সহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ রয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বিক্ষুব্ধ গ্রাহকরা কোম্পানিটির প্রধান কার্যালয় ঘেরাও করে।
দীর্ঘ দিন বিমা দাবির টাকা না পেয়ে অতিষ্ঠ হয়ে ওঠেন সাধারণ গ্রাহকরা।
জানা যায়, বিক্ষুব্ধ গ্রাহকরা টাকার জন্য কোম্পানির সিইও সহ একাধিক উর্ধ্বতন কর্মকর্তাদের লাঞ্চিত করেন।
এদিকে কোম্পানির টাকা অত্মসাতের অভিযোগে সাবেক চেয়ারম্যান খালেক কারাগারে রয়েছেন।
শীর্ষনিউজ