বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “বর্তমানে যে দেশবিরোধী চক্রান্ত চলছে তা প্রতিহত করতে দলের মধ্যে ঐক্য ধরে রাখায় মূল লক্ষ্য। কেননা ঐক্যবদ্ধ থাকলে সব পরাশক্তিকে প্রতিহত করা সম্ভব।”
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ ও মোনাজাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় সালাহউদ্দিন বলেন, “দেশের প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থীর সঙ্গে দলের হাইকমান্ডের মতবিনিময় চলছে। সম্ভাব্য প্রার্থীদের স্পষ্ট বার্তা দেয়া হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আগামীতে তারুণ্যনির্ভর রাষ্ট্র বিনির্মাণ হবে।”
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্টন্ট জিয়াউর রহমান দেশের যুবকদের পরিশ্রমী, কর্মঠ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে যুবদল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের অনেক সফলতার পিছনে যুবদলের রক্তিম ত্যাগ সংগ্রাম রয়েছে।
শীর্ষনিউজ