পিরোজপুরের কাউখালীতে উত্তর বাজারে সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাত্রিকালীন ব্যবসায়ীদের নিরাপত্তা থাকার জন্য ব্যবসায়ীদের দ্বারে দ্বারে ঘুরে পরামর্শ দেন। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন আপনারা দোকানের সামনে ও পিছনে বৈদ্যুতিক বাল্ব রাত্রিকালীন জ্বালিয়ে রাখবেন। এতে করে চোরসহ দুষ্ট প্রকৃতির লোকজন দোকানে সামনে ঘোরাঘুরি করবে না। আপনার নিরাপত্তার জন্য আপনি আপনার দোকানের সামনে রাত্রে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে রাখবেন।
ওসি মোঃ সোলায়মান সাংবাদিকদের জানান, রাত্রিকালীন বৈদ্যুতিক বাল্ব সকল ব্যবসায়ী যদি দোকানের সামনে জ্বালিয়ে রাখে তাহলে চুরি হবে না। এবং কোন ব্যবসায়ী যদি সিন্ডিকেট করে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।
এ সময় উত্তর বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি রেজাউল করিম রতন খান বলেন, পুলিশ কর্মকর্তার এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা অধিকাংশ ব্যবসায়ীরা রাত্রিকালীন দোকানের সামনে বৈদ্যুতিক বাল জ্বালিয়ে রাখি। যে সকল ব্যবসায়ীরা দোকানের সামনে রাতে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে রাখে না তারা এখন থেকে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে রাখবে।