বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে প্রার্থী বাছাই ও করণীয় দিকনির্দেশনা দিচ্ছেন তিনি। শুরুতেই খুলনার বিভাগের ১০ জেলার অন্তত ৪০ জন প্রার্থীর সঙ্গে কথা বলেছেন তিনি।
এছাড়াও আজ সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর গুলশান কার্যালয়ে রাজশাহী, সিলেট, বরিশাল ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ আয়োজন ঘিরে গুলশান কার্যালয়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
শীর্ষনিউজ