Image description

নির্বাচনী জোট করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই ভোটে অংশ নেওয়ার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে বিএনপি।

রোববার (২৬ অক্টোবর) দলটির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এ সংক্রান্ত একটি চিঠি জমা দেয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাঈল জবিউল্লাহ জানান, আরপিও’র ২০ ধারায় যে সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি), তার সঙ্গে একমত নয় বিএনপি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই এ সংশোধন আনা হয়েছে, যা তাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে বলে মনে করছে বিএনপি।

তিনি বলেন, এক্ষেত্রে আগের নিয়ম ফেরত চায় বিএনপি। আরপিওর ২০ অনুচ্ছেদ পুনর্বহাল করতে আমরা ইসির পাশাপাশি আইন উপদেষ্টাকেও জানাবো।

এর আগে, জোটবদ্ধ নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শরিক দলের প্রার্থীরা অন্য দলের প্রতীকেও ভোটে অংশ নিতে পারতেন। তবে সম্প্রতি নির্বাচন কমিশন আরপিও’র ওই ধারায় সংশোধন এনে খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠায়।

পরে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও (সংশোধন) অধ্যাদেশ অনুমোদিত হয়।