নরসিংদীতে হত্যা মামলায় হাজিরা দিতে যাওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য আলী হোসেন শিশির ও তার পরিবারের সদস্যরা আদালত পরিদর্শকের (ওসি) কক্ষে সময় কাটানোর অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় অভিযুক্ত ওসি মো. সাইরুল ইসলামকে নরসিংদী থেকে কিশোরগঞ্জে বদলি করা হয়েছে।
গতকাল শনিবার পুলিশের ঢাকা রেঞ্জ থেকে সাইরুল ইসলামকে এ বদলির আদেশ দেওয়া হয়। রবিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
এর আগে গত ১৬ অক্টোবর কালের কণ্ঠ অনলাইনে ‘ওসির কক্ষে পরিবার নিয়ে সময় কাটালেন হত্যা মামলার আসামি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন পুলিশ সুপার। গঠিত কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেওয়া হয়েছিল।
বদলির ঘটনায় পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, ‘কোর্ট পরিদর্শকের কক্ষে কোন ভাবেই আসামিকে নেওয়ার সুযোগ নেই।