ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সহ-সভাপতি সাদিক কায়েম বলেছেন, যারা বাংলাদেশপন্থী, তারাই এ দেশে রাজনীতি করবে। তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, আয়নাঘর তৈরি করেছে, গুম ও খুনে জড়িত, তাদের রাজনীতির কোনো অধিকার নেই।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন সাদিক কায়েম।
সাদিক কায়েম উদাহরণ দেন, জার্মানিতে নাৎসি বাহিনী নিষিদ্ধ করা হয়েছে, ইতালিতে মুসোলিনি নিষিদ্ধ হয়েছে। একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হবে।
তিনি আরও দাবি করেন, ৫ আগস্টের পরে বিভিন্ন স্থানে থাকা আয়নাঘর ও সংরক্ষিত অনেক ডকুমেন্ট ধ্বংস করা হয়েছে। ‘যারা এগুলো ধ্বংস করেছে, তাদের খুঁজে বের করতে হবে এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে,’— বলেন ডাকসু ভিপি।