Image description
 

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নভেম্বরে গণভোট, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারীতে সংসদ নির্বাচন করতে হবে। এই দাবিতে শনিবার রংপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জামায়াতে ইসলাম। 

 

সমাবেশ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের আহবান জানানো হয়। শুধু তাই নয়, ফ্যাসিষ্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দূর্নীতির দৃশ্যমান বিচারসহ তাদের দোষর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।  

এসব দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে দুপুরে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব, গ্রান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে শেষ হয়ে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা নির্বাচনী এলাকার জামায়াত মনোনিত এমপি প্রার্থী ও রংপুর মহানগরি শাখার আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও রংপুর-৩ সদর নির্বাচনী আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জামায়াতে ইসলাম রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি ও রংপুর-১ গঙ্গাচড়া-সদর আংশিক নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত এমপি প্রার্থী রায়হান সিরাজী।