ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবার জন্য নিরাপদ রাখতে ঐক্যবদ্ধ সহযোগিতার আহ্বান জানিয়েছেন ছাত্রদল নেতা শেখ তানভির বারী হামিম। রবিবার তার ভেরিফাইড ফেইসবুক একাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে এ আহবান জানান তিনি।
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সকলের জন্য নিরাপদ করতে ঐক্যবদ্ধ সহযোগিতা আবশ্যক। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বহিরাগতদের অবস্থান বদলাতে হলে ‘র্যাডিক্যাল’ হতে হবে; ভালো কথায় এ উচ্ছেদ সম্ভব নয়। তবে দোকানদারদের উচ্ছেদের পূর্বে ভাসমানদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রাধান্য দেয়া উচিত ছিল।’
তিনি আরও বলেন, ‘আমি সকল শিক্ষার্থী ভাইবোনদের অনুরোধ করবো রাজনৈতিক স্বার্থ না দেখে আমরা যদি ক্যাম্পাসের স্বার্থকে প্রাধান্য দিই, তাহলে অনেক সমস্যার সমাধান সহজেই আসবে। কিন্তু সমস্যা সমাধানের মধ্যে বাম-ডান-মধ্যম ট্যাগমাটাইজেশন করতে গেলে সংকট আরও প্রগাঢ় হবে।’
তার মতে, ক্যাম্পাসের বর্তমান সমস্যা প্রশাসন, ডাকসু, বামপন্থী সংগঠন বা শিক্ষার্থীদের কারও একার নয়, এটি সকলের সম্মিলিত বিষয়। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও এগিয়ে আসতে হবে অনৈক্য ও সংকট মোকাবিলা করে শিক্ষার্থীদের ভালোকে প্রাধান্য দিতে এবং তা বাস্তবায়নে।’
তিনি আরও বলেন, “আমি ক্যাম্পাসে ভাসমান উচ্ছেদের পক্ষে, তবে স্থায়ী সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ আলোচনার প্রয়োজন রয়েছে।”