‘ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন না হয়, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি থাকবে, আমরাও থাকব। কিন্তু যারা মসনদে বসে আরাম করছেন, তাদের শেখ হাসিনার মতো পালাতে হবে’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও নাটোর-১ আসনে ধানের শীষ মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু।
শনিবার (২৫ অক্টোবর) নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের তমালতলা বাজারে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
টিপু বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর দেশের রাজনীতিতে নতুন আশা জেগেছে।
তিনি আরো বলেন, ‘যারা নির্বাচনের দায়িত্বে আছেন, তাদের মধ্যে অনেকে সরকারের মসনদে থেকে নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করছেন। শেয়ালের কাছে মুরগি রাখলে মুরগি নিরাপদ থাকে না, তেমনি এখন ভোটের নিরাপত্তাও প্রশ্নের মুখে।
টিপু বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের বিকল্প নেই। তিনি প্রধানমন্ত্রী হলেই গণতন্ত্র ও সার্বভৌমত্ব বজায় থাকবে।’
বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব আতিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হানিফুর রহমানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা নয়ন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম সরকার প্রমুখ।