বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমাদের প্রথম অঙ্গীকার হবে- ‘আমরা রাজা হবো না, জনগণকে প্রজা বানাবো না।’
তিনি বলেন, ‘আমরা হবো জনগণের সেবক, আর জনগণ হবে আমাদের ভাই-বন্ধু। সবাই মিলে আমরা এই সুন্দর বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলব ইনশাআল্লাহ। দুর্নীতি বন্ধ করা গেলে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ চায় দুর্নীতিমুক্ত দেশ।’
শনিবার দুপুর ১২টায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজিত রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, ‘গ্রাম-গঞ্জ, শহর-বন্দর, চায়ের দোকান থেকে সচিবালয় সর্বত্র এখন আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, আগামী দিনে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। জনগণের কথা একটাই আমরা সবাইকে দেখেছি, এবার জামায়াতকে দেখবো। আমরা বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাই, আমাদের একবার ভালো করে দেখুন। বিভিন্ন জরিপের ফলাফলও আপনাদের জানা আছে আলহামদুলিল্লাহ, দিন যত যাচ্ছে, জামায়াতের জনসমর্থন ততই বাড়ছে।’
বেকার সমস্যা নিয়ে দলের পরিকল্পনা তুলে ধরে রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, বাংলাদেশে কোনো বেকার থাকবে না। আমরা দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে ও শক্তিতে রূপান্তরিত করব। রাষ্ট্রীয় উদ্যোগে মিল-কলকারখানা স্থাপন করা হবে।
নারীদের বিষয়ে তিনি বলেন, ‘মা জাতির মর্যাদা সবার উপরে। মেয়েদের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ থাকবে। মেয়েরা বিসিএস দেবে, আর্মিতে যোগ দেবে, সচিব হবে, ব্যাংকের ম্যানেজার হবে।’
রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। অনুষ্ঠানে জেলা, শহর, পৌর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।