Image description
 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে গুম হওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন দলের ৩৫ শতাংশ, আর এককভাবে ছাত্রশিবিরের ৩১ শতাংশ কর্মী গুমের শিকার হয়েছেন। এখনও আমাদের ছয়জন কর্মী নিখোঁজ রয়েছেন।

 

বৃহস্পতিবার দুপুরে সরকারি সা'দত কলেজ অডিটোরিয়ামে জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত সিরাত সেমিনার ও সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম দৃষ্টান্ত। নবীজির আদর্শ অনুসরণ করে চরিত্র গঠন করতে হবে। ছাত্রসমাজকে নৈতিকতা, জ্ঞান ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে সিরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ, শিবিরের জেলা নেতা ও স্থানীয় শিক্ষার্থীরা।