
টঙ্গী মসজিদের খতিবকে অপহরণের ঘটনায় রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তিনি এই ঘটনার জন্য সরাসরি ইসকনকে দায়ী করে সংগঠনটিকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্তে আসার দাবি জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এবি জুবায়ের লেখেন, "টঙ্গী মসজিদের এই খতিব সাহেবের ব্যাপারে রাষ্ট্র এমন উদাসীন কেন? ইসকনের ব্যাপারে এখনো কেন সিদ্ধান্তে আসতে পারছে না ইন্টেরিম?"
সম্প্রতি জুমার খুতবায় টঙ্গী মসজিদের খতিব 'হিন্দুত্ববাদী আগ্রাসন' ও 'লাভ ট্র্যাপ' নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেন। এরপর থেকেই তিনি ইসকনের নাম লেখা উড়োচিঠিতে হুমকি পেয়ে আসছিলেন। হুমকির পরে গতকাল তাকে অপহরণ করা হয়। আজ সকালে পঞ্চগড়ের এক সীমান্তবর্তী এলাকায় এলাকাবাসী তাকে শেকল দিয়ে গাছের সাথে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে।
জুবায়ের অভিযোগ করেন, ইসকন নামের এই সংগঠনের হাতে এর আগেও চট্টগ্রামে তার ভাই আইনজীবী আলিফ খুন হয়েছেন, যার সুষ্ঠু বিচার এখনো হয়নি। এতকিছুর পরও অন্তর্বর্তী সরকার ইসকনের ব্যাপারে কেন সিদ্ধান্তে আসতে পারছে না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
ডাকসু নেতা সরকারের প্রতি অবিলম্বে টঙ্গী মসজিদের ইমাম সাহেবের অপহরণের সাথে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসী সংগঠন ইসকনের ব্যাপারে সিদ্ধান্তে আসুন দ্রুত। কালক্ষেপণ করলে যদি পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়, তার দায়ভার কিন্তু আপনাদেরকেই নিতে হবে।