
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, নির্বাচন একটি বৃহৎ কর্মযজ্ঞ। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার জন্য কমিশনে যে জনবল কাজ করবে তারা কারা। কারণ কমিশনের নিজস্ব জনবল নেই।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় মইন খান জানান, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সিইসি এ এম এম নাসির উদ্দিন অঙ্গীকারের কথা বলেছেন।
বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
শীর্ষনিউজ