Image description

বুধবার (২২ অক্টোবর) চট্টগ্রামের আনন্দরপুরে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন চট্টগ্রাম-১০ আসনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

 
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘জনগণ বহু বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেখেছে, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি। তাই আজ মানুষ বিকল্প খুঁজছে যা হচ্ছে ইসলাম। আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে আল্লাহভীতি শাসনের ভিত্তি, ন্যায়বিচার রাষ্ট্রের মূলনীতি এবং নাগরিকের অধিকার নিশ্চিত থাকবে।’
 
তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জনগণের পাশে থেকে ইসলামী রাজনীতির বার্তা পৌঁছে দেবেন। নির্বাচনী মাঠে তারা আদর্শ, শৃঙ্খলা ও আমানতের দৃষ্টান্ত স্থাপন করবেন। আমাদের দায়িত্ব শুধুমাত্র ভোট চাওয়া নয়, বরং আদর্শ উপস্থাপন করা।’
 
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম-১০ আসনের উদ্যোগে “ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ভোটার ও সমাজের সর্বস্তরের নাগরিকদের করণীয়” শ্লোগানকে সামনে রেখে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় আনন্দরপুর সি.পি রোডস্থ গ্র্যান্ড তাসফিয়া কমিউনিটি সেন্টারে কর্মশালার আয়োজন করা হয়।
 
 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন শাকি ও মুফতি হেদায়েত উল্লাহ আজাদী।
 
মুফতি দেলোয়ার হোসেন শাকি বলেন, ‘ইসলামী আন্দোলন কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি দাওয়াতি ও সমাজ সংস্কারমূলক আন্দোলন। চট্টগ্রাম-১০ আসনে আমরা জনগণের সঙ্গে কাজ করছি, ইনশাআল্লাহ এবার জনগণ ইসলামী আন্দোলনকে জয়ী করবে।’
 
সভাপতিত্ব করেন নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আজিজুল করিম। সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর বেলাল নুর আজিজ, চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি আলহাজ্ব আল মুহাম্মাদ ইকবাল, মহানগর সিনিয়র সহ-সভাপতি ও ১১ আসনের প্রার্থী মোহাম্মদ নুরুদ্দিন, ইসলামি শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, মহানগর সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন মহানগরের সভাপতি আল মিজান মোহাম্মদ নোহেল প্রমুখ।