
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ক্ষমতায় এলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে। তবে এই সরকারে কে কে থাকবে, কিংবা কোন শরিক দলগুলো কয়টি আসন পাবে—তা এখনও চূড়ান্ত নয় বলে জানান তিনি।
সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, শরিকদের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা চলছে। এখনও নির্দিষ্ট কোনো সংখ্যা বা জোট কাঠামো ঠিক হয়নি। তিনি বলেন, যে দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলন করেছি, তাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আমরা নির্বাচন করবো এবং পরে জাতীয় সরকার গঠন করবো।
তিনি স্পষ্ট করেন, আমরা এখনও সেই জায়গাতেই আছি, অবস্থান থেকে সরে আসিনি। নির্বাচনোত্তর সরকারে তারাই থাকবেন, যারা আমাদের যুগপৎ আন্দোলনের অংশ ছিলেন এবং এখনো একই চিন্তাধারায় আছেন।
ইসলামী দলগুলোর জোট গঠন নিয়ে বিএনপির কোনো উদ্বেগ নেই বলেও জানান ফখরুল। এনসিপি যুক্ত হবে কিনা, এমন প্রশ্নে তিনি জানান, সম্ভাবনা রয়েছে, তবে এখনই কিছু বলা সম্ভব নয়। তিনি বলেন, জামায়াত ও এনসিপি নির্বাচনে অংশ নিচ্ছে—তারা প্রচার-প্রচারণাও চালাচ্ছে। শেষ পর্যন্ত কী হয়, তা দেখতে হবে।
বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে তিনি বলেন, এখনও কিছুই চূড়ান্ত হয়নি। নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বাছাই করা হবে কে কে পাবেন মনোনয়ন।
মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ হতে হবে—এ দাবিতে বিএনপি এখনো অটল রয়েছে।
শীর্ষনিউজ