
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. জসিম উদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণ মামলার দুইজনের ১৩ ও একজনের ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করেন।
মামলা সূত্র জানা যায়, ২০২৫ সালের ১৮ মার্চ সন্ধ্যায় দুমকির পাংগাশিয়া ইউনিয়নের নলদোয়ানি গ্রামে শহীদ মো. জসিম উদ্দিনের মেয়ে লামিয়া আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় দলবদ্ধ ধর্ষণের শিকার হন। লামিয়া দুমকি সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগীর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন। পরের দিন লামিয়া সাহস করে নিজেই দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রাথমিকভাবে পুলিশ অভিযুক্ত সাকিব মুন্সীকে আটক করে। পরে আরও দুজন সিফাত মুন্সী ও ইমরান মুন্সীকে গ্রেপ্তোর করা হয়।
দুর্ভাগ্যবশত ধর্ষণের মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ২৬ এপ্রিল লামিয়া ঢাকার শেখেরটেক এলাকার একটি ভাড়া বাসায় আত্মহত্যা করেন। পরে তার মরদেহ নিজ গ্রামে এনে শহীদ বাবার কবরের পাশে দাফন করা হয়।