Image description

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেছেন, আসন্ন নির্বাচনে নামে-বেনামে আওয়ামী লীগের দোসর বা নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এর দোসর জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হয়নি, সেটা আমার প্রশ্ন। তারা নির্বাচনে অংশ নেবে, আর আমরা কী ললিপপ খাব? এটা কখনো হবে না।

সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক নানা অঘটন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চক্রান্ত ও চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত দলটির জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে রাশেদ খাঁন বলেন, আমাদের স্পষ্ট বক্তব্য, আগামী নির্বাচনে ডামী-মামী, স্বতন্ত্র, নামে-বেনামে, কোনোভাবেই আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল অংশগ্রহণ করতে পারবে না। একই সাথে এই দাবি জানাচ্ছি, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি ও১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। 

তিনি বলেন, নির্বাচন নিয়ে যে চক্রান্ত শুরু হয়েছে, সেটা সফল হলে দেশ ধ্বংস হয়ে যাবে। জুলাই সনদে যেহেতু আমরা অধিকাংশ দল স্বাক্ষর করেছি, যারা করেনি, তাদের মধ্যকারও কিছু দল স্বাক্ষর করবে। এই সনদ নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটা ইতোমধ্যে কেটে গিয়েছে।

রাশেদ খাঁন আরও বলেন, এখন আমাদের দাবি হল, সরকারের অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদের আইনগত ভিত্তি ও সাংবিধানিক স্বীকৃতি। সুতরাং অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে।