
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৯ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন তিনি।
তিনি বলেন, বেগম জিয়ার নিরাপত্তা নিশ্চিতের জন্য বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে। সুস্থ থাকলে নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন খালেদা জিয়া।
এ সময় রিজভী আরও বলেন, বারবার অগ্নিকাণ্ডের ঘটনা মানুষকে ভাবিয়ে তুলছে, এসবের পেছনে কোন পরিকল্পনা আছে কিনা তা ভাবা প্রয়োজন। ভারত চায় না বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি বজায় থাকুক।
জুলাই সনদকে যদি ‘মেঘনা কার্টা’ হিসেবে প্রতিষ্ঠা করতে ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলগুলোকে স্বাক্ষর করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ডেমোক্রেসির জায়গায় মবক্রেসি হলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এসব নির্বাচন বানচালের ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা দরকার।
শীর্ষনিউজ