Image description

গাজীপুরে ১৩ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত জয় কুমার দাস ও তার সহযোগী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়, শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম এবং ঢাকা মহানগর পূর্ব সভাপতি আসিফ আব্দুল্লাহ।

বক্তারা বলেন, গাজীপুরে ঘটে যাওয়া এ নৃশংস ধর্ষণের ঘটনা মানবতাকে লজ্জিত করেছে। এমন জঘন্য অপরাধের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত ছাত্রশিবিরের আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।