Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জিএস ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে লড়ছিলেন শিবির সমর্থিত 'সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেলের ফাহিম রেজা। নির্বাচনে জিএস পদে হারলেও সিনেটে নির্বাচিত হয়েছেন তিনি।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করে এসব তথ্য জানান রাকসু নির্বাচন কমিশন।

কমিশনের তথ্যনুসারে, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫৮জন প্রার্থী। এতে ছাত্র শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে তিনজন, একজন স্বতন্ত্র এবং একজন সাবেক সমন্বয়ক সমন্বয়ক নির্বাচিত হোন। এতে রাকসুর ভিপি পদের পাশাপাশি ৯৪৬৭ ভোট পেয়ে সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস পদে পাশাপাশি ৪৬৯০ ভোট পেয়ে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন এসএম সালমান সাব্বির। এছাড়াও রাকসুর জিএস পদের পাশাপাশি ১২৮৩৩ ভোট পেয়ে সিনেট সদস্য পদে নির্বাচিত হলেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। এদিকে ফাহিম রেজা ৮২০৫ ভোট সিনেট সদস্য নির্বাচিত হোন এবং ৫৭০৭ ভোট পেয়ে সিনেট সদস্য হোন আকিল বিন তালেব।

ফলাফল শেষে প্রধান নির্বাচন কমিশনারের অধ্যাপক ড. এফ নজরুল বলেন, আমরা চেষ্টা করেছি সুষ্ঠুভাবে নির্বাচন করার। শিক্ষার্থীরা আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে অনেক খুশি। যারা নির্বাচিত হয়েছেন তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।