Image description

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে আলেম-ওলামাদের অবদানের যথাযথ স্বীকৃতি দিতে হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, ফ্যাসিস্ট, জালিম শাহীর পতনে রক্তাক্ত আত্মত্যাগ ও শাহাদাতের নজরানার মাধ্যমে ঐতিহাসিক জুলাই বিপ্লবে কওমী ওলামায়ে কেরাম ও মাদ্রাসা শিক্ষার্থীরা যে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন তা অনস্বীকার্য। ওলামায়ে কেরামের এ সমুজ্জ্বল অবদানের ইতিহাস চেপে রাখার সব ধরনের চক্রান্ত কঠোরভাবে রুখে দিতে হবে।

শনিবার কক্সবাজার সফরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সংস্কারের নামে ঈমানী চেতনা ও ইসলামবিরোধী কোনো সিদ্ধান্ত যেন না নেয়া হয় সে ব্যাপারে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

হেফাজত আমির বলেন, হেফাজতে ইসলাম সবসময় ইসলামের পক্ষে, দেশ ও জাতির স্বার্থে সমুন্নত অবস্থান ও স্বকীয় বৈশিষ্ট্যে অটল-অবিচল। কোন ব্যক্তি বিশেষের মতবাদ বা বস্তুবাদ দিয়ে প্রকৃত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা বা প্রকৃত সফলতা অর্জন সম্ভব নয়।

নেতাকর্মীদের উদ্দেশ্যে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ঈমান-আকিদা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হেফাজতে ইসলাম বাংলাদেশের কার্যক্রমকে গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ড. হারুন আজিজী নদভী, কক্সবাজার জেলা যুগ্ম আহ্বায়ক মাওলানা হাফেজ আবদুল হক, মাওলানা আবছার উদ্দিন, সদস্য মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ ও মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।