Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র এজিএস প্রার্থী আনোয়ার হোসেন। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় চাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে এজিএস স্বতন্ত্র প্রার্থী আনোয়ার বলেন, আমার ছোট ভাই তৌফিক সে সবার থেকে যোগ্য। আমি একাডেমিক জীবনের শেষ পর্যায়ে রয়েছি।

 
সামনে আমার একাডেমিক ও বিসিএস পরীক্ষা রয়েছে। তাই আমি তৌফিককে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। কোনো চাপের কারণে নয়।

 

ছাত্রদল প্যানেলের এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, আমি আনোয়ার ভাইয়ের সিদ্ধান্তকে স্বাগত জানায়।

 
আমি নির্বাচিত হলে দায়িত্বশীলভাবে কাজ করব।

 

এ সময় চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ ছাত্রদলের অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন।