Image description
 

শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে তিনি এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সকল যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) একটি ফেসবুক পোস্টে এই আহ্বান জানান ছাত্র অধিকার পরিষদের এই নেতা।

পোস্টে প্রশ্ন রেখে নুর বলেন, "শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠন কিভাবে হবে? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া যৌক্তিক, সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।"

 

তিনি আরও বলেন, শিক্ষকদের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করা জরুরি যেখানে তারা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। এজন্য বেতন কাঠামো পুনর্বিন্যাস করে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। নুর সুস্পষ্টভাবে বলেন, "শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয়।"

 

নুরুল হক নুরের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। উল্লেখ্য, আজ মঙ্গলবার দুপুরে শিক্ষকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন। দীর্ঘদিন ধরে তারা শিক্ষাখাতে বৈষম্য দূর করে একটি সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো ও ভাতার দাবি জানিয়ে আসছেন।