
ঢাকা-১০ আসনের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্মারকলিপি দেবে বিএনপি নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেওয়া হবে।
এ স্মারকলিপি দিতে দলের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
বিষয়টি কালবেলাকে জানিয়েছেন নাসির উদ্দিন আহমেদ অসীমের ব্যক্তিগত সহকারী রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম জানান, স্মারকলিপিতে ঢাকা-১০ আসনের নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তির নানা বিষয় ও সেগুলোর দ্রুত সমাধানের দাবি তুলে ধরা হবে।