ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার দুপুর থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে থাকেন তারা।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এ সময় ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এর আগে গতকাল শুক্রবার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন।