
সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পদে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে জামালপুরের ইসলামপুর উপজেলার তিন সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে।
তাদের মধ্যে ইসলামপুর সরকারি কলেজের প্রভাষক নূরে আলম মনি উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। একইভাবে ইসলামপুর উপজেলার মালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবির হোসেন বিপুল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামপুর সরকারি কলেজের লাইব্রেরিয়ান হাফিজুর রহমান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
এদিকে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী চাকরিতে থেকে কোনো রাজনৈতিক দলে যুক্ত থাকার আইনি বাধা থাকলেও তারা দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
আইন বিশেষজ্ঞদের মতে, সরকারি চাকরিতে থেকে সরাসরি রাজনৈতিক পদে যুক্ত হওয়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা স্পষ্ট লঙ্ঘন।
এ বিষয়ে ইসলামপুর সরকারি কলেজের লাইব্রেরিয়ান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান যুগান্তরকে বলেন, আমি ৪০ বছর ধরে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। এতে কোনোদিন কোনো সমস্যা হয়নি। আমার চেয়েও দেশের বড়বড় সরকারি চাকরিজীবীরা রাজনীতি করছে তাদের তো কিছু হয় না।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব যুগান্তরকে বলেন, আমাদের কমিটি হওয়ার সময় তারা সরকারি চাকরির সঙ্গে সম্পৃক্ত তা জানা ছিল না। এখন আমরা ভালো করে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।