Image description
 

কেন কান্নায় ভেঙে পড়েছিলেন বাহাউদ্দিন নাছিম? আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী এই নেতার কি হয়েছিল যে, তাকে কান্নাকাটি করতে হয়েছিল? ক্ষমতার বলয়ের কেন্দ্রে থাকা বাহাউদ্দিন নাছিম কেন কান্নাকাটি করবেন, তাও এক প্রশ্নের বিষয়।

বাহাউদ্দিন নাছিম দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের দাপুটে নেতা। দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তিনি। তার প্রভাব সারাদেশ জুড়েই।

ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে প্রথমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং পরে মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি হন। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বাহাউদ্দিন নাছিম। ১৯৯৬ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর তার এপিএস ছিলেন তিনি।

বাহাউদ্দিন নাসিমের নির্বাচনি এলাকা মাদারীপুর-৩। এই আসনটি কালকিনি, ডাসার ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত। মাদারীপুর-৩ আসন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

১৯৯৬ সাল থেকে মাদারীপুর-৩ আসনে নির্বাচন করে আসছিলেন সৈয়দ আবুল হোসেন। স্বাভাবিকভাবেই ২০০৮ সালের নবম জাতীয় সংসদের ভোটেও নৌকার মনোনয়ন পান আবুল হোসেন।

তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পদ্মা সেতু কেলেঙ্কারির ঘটনায় মন্ত্রিত্ব যায় আবুল হোসেনের। রাজনীতি থেকেও প্রায় ছিটকে পড়েন তিনি। আর এ সময় নিজের নির্বাচনি এলাকায় আবির্ভূত হন বাহাউদ্দিন নাছিম। ২০১৪ সালে বিএনপিবিহীন নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য হন তিনি।

তবে মাদারীপুর-৩ আসনে নিজের আধিপত্য বেশিদিন ধরে রাখতে পারেননি বাহাউদ্দিন নাছিম। সেখানে আবির্ভূত হন আওয়ামী লীগের আরেক কেন্দ্রীয় নেতা আব্দুস সোবহান গোলাপ। আবুল হোসেনের মতো নেতারাও তখন নাছিমের বিরুদ্ধে গোলাপকে উৎসাহ ও প্ররোচনা দিয়েছিলেন বলে দলের মধ্যে আলোচনা হয়।

এর মধ্যে এসে পড়ে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচন। মাদারীপুর-৩ আসনে গোলাপের উত্থানে বাহাউদ্দিন নাছিমের ছিটকে পড়ার আয়োজন চূড়ান্ত হয়ে যায়। বিপদ আঁচ করতে পেরে গণভবনে ছুটে যান বাহাউদ্দিন নাছিম।

নির্ভরযোগ্য একটি সূত্রে ঢাকা টাইমস নিশ্চিত হয়, ওইদিন গণভবনে গিয়ে গোলাপকে মনোনয়ন দেওয়ার বিরোধিতা করেন বাহাউদ্দিন নাছিম। নিজের সাংগঠনিক নানা তৎপরতার কথাও তুলে ধরেন এবং এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন।

কিন্তু গোলাপকে হটিয়ে নৌকার মনোনয়ন নিতে ব্যর্থ হন নাসিম। অবশ্য পরে দলীয় পদ দিয়ে পুষিয়ে দেওয়া হয় তাকে। ভোটের পরে দলীয় কাউন্সিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক করা হয় তাকে।

২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে বাহাউদ্দিন নাছিমকে ঢাকা-৮ আসনে দলীয় মনোনয়ন দিয়ে নির্বাচিত করা হয়। এই আসন থেকে দীর্ঘদিন আওয়ামী লীগের জোটসঙ্গী হিসেবে কাজ করা রাশেদ খান মেননকে পাঠিয়ে দেওয়া হয় বরিশালে।

(ঢাকাটাইমস