Image description

কেউ ভোট কেন্দ্র দখল করার স্বপ্ন দেখলে জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য ও ভোলা জেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।

বুধবার বাদ আসর দক্ষিণ আইচা বাজারে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষে অনুষ্ঠিত গণমিছিল ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মোস্তফা কামাল বলেন, রাজনৈতিক দলগুলোকে জুলাই আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে। জনগণ আন্দোলন করে হাসিনার দীর্ঘ ১৫ বছরের দুঃশাসন তাড়িয়েছে, সেই জনগণ তাদের ভোটের অধিকারসহ সকল অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, দেশের মানুষ তাদের প্রতিটি ভোটের মূল্যায়ন চায়। এজন্য তারা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায়। অন্তর্বর্তী সরকার জুলাই সনদকে আইনের ভিত্তি দিতে উদ্যোগ নিয়েছে। এজন্য সরকারকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, সরকারকে মনে রাখতে হবে ৫ দফা দাবি দেশের জনগণের দাবি। জনগণের এ দাবি পূরণে সরকারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে ভোটগ্রহণের ব্যবস্থা করতে হবে। গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।