Image description
 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও কোরআন তেলওয়াত করতে রওয়ানা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

 

বুধবার রাত পৌনে ১১টার দিকে গুলশান বাসা থেকে শেরে বাংলা নগরস্থ জিয়াউর রহমানের মাজারের দিকে রওয়ানা করেছেন বেগম জিয়া।

 

বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সেখানে গিয়ে গাড়ির মধ্যে থেকেই কুরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত করবেন খালেদা জিয়া।